ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে
ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন; ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) করা অভিযোগের প্রতিধ্বনি করলেন তিনি।
সাবেক আর্মি চিফ অব স্টাফ ইয়ালোন ইসরায়েলি মিডায়ায় বলেছেন, নেতানিয়াহুর কট্টরপন্থী মন্ত্রীসভা উত্তর গাজার থেকে ফিলিস্তিনিদের তাড়াতে চাইছে এবং সেখানে ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।
রবিবার জাতীয় সম্প্রচারমাধ্যম কানে ইয়ায়লোন বলেছেন, সেখানে যা হচ্ছে এবং আমাদের কাছ থেকে যা লুকানো হচ্ছে সে বিষয়ে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি।
"দিনশেষে সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।"
বেসরকারি চ্যানেল ডেমোক্রেটিক টিভি'তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালোন বলেছেন, যে পথে আমাদেরকে পরিচালিত করা হচ্ছে সেটা বশীকরণ, আত্মসাৎ এবং জাতিগত নিধন।
জাতিগত নিধনের ওপর জোর দিয়ে তিনি বলেন, "সেখানে কী ঘটছে? সেখানে আর কোন বেইত লাহিয়া নেই, আর কোন বেইত হানুন নেই, জাবালিয়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপ, বাস্তবে ভূমি আরবশূন্য হয়ে যাচ্ছে।"
ইয়ালোন নেতানিয়াহু সরকারের আমলে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করেছে এবং পরবর্তীতে নেতানিয়াহুর সবচেয়ে করা সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে।
এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি তাকে মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগ করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইয়ালোনের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।
প্রসঙ্গত, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র : আল জাজিরা