ইসরায়েল ৫২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে: ফ্রান্স
ইসরায়েল ৫২ বার হিজবুল্লাহর সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। এর মধ্যে শনিবার হামলা চালিয়ে তিন লেবানিজকে হত্যা করেছে দেশটি। ইসরায়েলি ইয়েনেট নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বৈধতা দিয়েছে, তারা দাবি করেছে হিজবুল্লাহর চুক্তি ভঙ্গের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে।
কিন্তু ইয়েনেট নিউজ এজেন্সি ফ্রান্সের কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে জানিয়েছে, চুক্তির সম্মতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক কমিটির সঙ্গে আলোচনা ছাড়াই ইসরায়েল কাজ করেছে।
ফরাসি এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, "লেবানিজরা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে তাদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা থেকে বিরত রাখতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তাদেরকে এটা প্রমাণ করার জন্য অবশ্যই সময় দিতে হবে।"
ইসরায়েলি কর্মকর্তারা তাদের কর্মকাণ্ডের সমর্থন দিয়েছে। বলেছে যে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ কমিটি সোমবার বা মঙ্গলবারের আগে পুরোপুরি কার্যকর হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাবে।
সূত্র : আল জাজিরা