চুক্তি ভঙ্গ করে ফের ইসরায়েলি হামলা; দক্ষিণ থেকে পালাচ্ছেন লেবানিজরা

নিজস্ব প্রতিবেদক
অনুবাদ: জাকির হোসেন অনুবাদ: জাকির হোসেন
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ AM

গত সপ্তাহে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে ফিরে আসা কয়েক ডজন পরিবার পুনরায় ইসরায়েলি হামলার জেরে পালাতে শুরু করেছে।

"গত সপ্তাহে আমরা দক্ষিণ লেবাননের টায়ারের কাছে আমাদের বাড়িতে আসার পর আমি আমার জিনিসপত্র এবং বাচ্চাদের গুছিয়ে নিয়ে মাউন্ট লেবাননে যে বাড়িতে ভাড়া ছিলাম সেখানে ফিরে এসেছি," জার্মান নিউজ এজেন্সি ডিপিএ-কে এ কথা বলছিলেন হজ আবু মোহাম্মদ।

আবু মোহাম্মদ বলেন, "আমরা যুদ্ধে বেঁচে গেছি, কিন্তু আমি আমার সন্তানদের হারাতে চাই না। গতকাল রাতে আবার বোমা হামলার শব্দ শুনে তারা ভয়ানক আতঙ্কিত হয়ে পড়ে।"

সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ৯ জন নিহত হয়। মঙ্গলবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে যেখানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন উড়ছে বলেও শোনা গেছে। 

কারা সহিংসতা শুরু করেছে আমরা পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের পরিবারের সঙ্গে শান্তিতে বসবাস করার বিষয়ে," দক্ষিণ লেবানন থেকে উত্তর লেবাননে ফিরে আসা ফাতিমা ডিপিএ-কে কথাগুলো বলেন।

সূত্র: আল জাজিরা