ভারতের হিন্দু সংগঠনের বাঁধার মুখে জকিগঞ্জে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েছে। বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব ভারত। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলাসহ বাংলাদেশিদের মারধর, হেনস্তার ঘটনাও ঘটছে ভারতে। এদিকে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশজুড়ে ভারতের আধিপত্যবিরোধী বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান উত্তপ্ত পরিস্থিতির মিশ্র প্রভাব পড়েছে দেশের পণ্য আমদানি-রপ্তানির বন্দরগুলোতে। ভারতের শ্রীভূমিতে (করিমগঞ্জ) একটি সংগঠনের বাধার মুখে মঙ্গলবারও সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে কোনো মালামাল ঢোকেনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় কিছু মাছ রপ্তানি হয়েছে। তবে যাত্রী পারাপার ছিল কম।

সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন তিন দিন ধরে বাংলাদেশবিরোধী বিক্ষোভ-সমাবেশ করছে ভারতের শ্রীভূমিতে (করিমগঞ্জ)। এ সংগঠনের বাধার মুখেই এই শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য বাংলাদেশে আসতে পারছে না। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য।

অসিত কুমার আচার্য্য জানান, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি হয় না। তবে ভারত থেকে কমলা, সাতকরাসহ অন্যান্য পণ্য আমদানি করা হয়। স্থানীয় কিছু আমদানিকারক সর্বশেষ গতকাল সোমবার সকালে ৬ টনের মতো কমলা বাংলাদেশে নিয়ে এসেছিলেন। পরে ওপারের করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আনা সম্ভব হয়নি।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর, করিমগঞ্জে অস্থিরতা বিরাজ করছে। সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে—এমন অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এসময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত যায়।