ব্যাটিংয়ে বাংলাদেশ
-1100759.jpg?v=1.1)
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পাল্লেকেলেতে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।
ম্যাচের টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আসন্ন টি-২০ সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অকপটে স্বীকার করেছেন যে তার দল শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে আছে। নিজের ব্যক্তিগত অফ ফর্ম নিয়েও তিনি উদ্বিগ্ন, তবে দ্রুত ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। ওয়ানডে সিরিজ শেষে পুরো দল মাত্র এক সেশন অনুশীলন করেছে, যেটাতে লিটনসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার অংশগ্রহণ করেননি। সেই অনুশীলনে নতুন চার ক্রিকেটার এবং রিশাদ হোসেন ও নাঈম শেখ ছিলেন।
শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত পাঁচটি টি-২০ ম্যাচে বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছে। তবে দুই দলের মোট ১৭টি টি-২০ লড়াইয়ে শ্রীলঙ্কার জয় ১১টি, বাংলাদেশ ৬টি। ২০২৪ সালের পর থেকে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক সিরিজ জিততে পারেনি, আরব আমিরাতের কাছে সিরিজ হার এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর দল চাপে আছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক),তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন,নাইম শেখ, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।