নেতানিয়াহুকে লেবাননের সরকারি অফিস ও সংসদ ভবন ধ্বংস করার আহ্বান
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গ্যান্টজ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বৈরুতে লেবাননের সরকারী স্থাপনাগুলিতে আক্রমণ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি নিরলস হামলায় এখনও পর্যন্ত এগুলো রক্ষা পেয়েছে।
এক এক্স পোস্টে গ্যান্টজ লিখেছে, “লেবাননের সরকার হিজবুল্লাহকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিচ্ছে। এটির অবকাঠামো এবং সম্পদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।"
এদিকে মারিভ সংবাদপত্রের সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি একটি নিবন্ধে লেবাননের সংসদ ভবনে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন।
আশকেনাজি বলেন, "পার্লামেন্ট ভবনটি হিজবুল্লাহর রাজনৈতিক অবকাঠামোর অংশ এবং এটি এর সদস্যদের আশ্রয়স্থল হিসেবে কাজ করতে পারে।"
তিনি আরও পরামর্শ দিয়েছেন যে ইসরায়েলি সামরিক বাহিনীকে বৈরুতের দক্ষিণ উপশহরে "আধিপত্য নিশ্চিত করতে" আরও ১০ থেকে ২০টি ভবন ধ্বংস করা উচিত।