গোলান মালভূমিতে ফুটবল মাঠে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১২
ইসরায়েল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু–কিশোরসহ ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার মাজদাল শামসের দ্রুজ শহরে লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে ইসরায়েলের পক্ষে দাবি করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, লেবানিজ জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেটে শিশু–কিশোররা নিহত হন। তবে হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এর জন্য ‘চড়া মূল্য দিতে হবে’।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে হামাস ছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের হামলা–পাল্টা হামলা চলছে।
জাতিসংঘের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সর্বোচ্চ সংযম’ সব পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি ‘সমগ্র অঞ্চলকে বিপর্যয়ের মধ্যে ফেলবে’। আর হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ হামলার দায় অস্বীকার করে বলেন, এই হামলায় তারা জড়িন নন।