কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় ৪ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১২:৪৩ PM

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের চার সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১৫ জুলাই) ডোডা জেলায় ঘটে যাওয়া এ সংঘর্ষে নিহতদের মধ্যে একজন অফিসার রয়েছেন। এতে আরও পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় একটি যৌথ বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। তাতে বলা হয়, ডোডা জেলার ডোসা এলাকায় সন্ত্রাসীরা রয়েছে বলে খবর পায় তারা। পরে সেখানে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়।  

এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদির সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগে গত সপ্তাহে জম্মু এলাকায় বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। সড়কে টহল দেওয়ার সময় হামলার শিকার হন সেনা সদস্যরা।

সন্ত্রাসীদের ধরতে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়। তারা পালিয়ে গেলে হামলা করে যৌথ বাহিনী। সন্ত্রাসীরা পাল্টা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। এতে কোনো সন্ত্রাসী হতাহত হয়েছে কিনা, জানা যায়নি।