পাওয়া গেলো ধার্মিক চোরের সন্ধান! ভিডিও ভাইরাল
একটা প্রবাদে আছে ‘লোকটা চোর হলেও ঈমানদার’। এবার এই প্রবাদের সত্যতা মিলল ভারতের রাজস্থানে। মন্দিরে ঢুকে ভক্তিভরে প্রণাম করে দান বাক্স থেকে সমস্ত অর্থ নিয়ে যান এক চোর। চুরি শেষে আবারও প্রার্থনা করেন। ভারতের রাজস্থানের এক চোরের এই কাণ্ডের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ভাইরাল ভিডিওটি রাজস্থানের আলওয়ারের একটি মন্দিরের। এতে দেখা যাচ্ছে, মন্দিরের তালা ভেঙে ঢুকেছেন এক ব্যক্তি। হাতজোড় করে প্রার্থনাও করেন। এরপর সটান দান বাক্সের কাছে গিয়ে সমস্ত অর্থ নিজের পকেটে পুরে ফেলেন। সেইসাথে কিছু রুপার গয়নাও হাতিয়ে নেন। সব কাজ সেরে আবারও প্রার্থনা করে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। পুরো ঘটনা ধরা পড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়।
গত শনিবার সকালে এই চুরির ঘটনা ঘটে। ভিডিও ভাইরাল হতেই ‘ধার্মিক’ চোরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাঁকে। অভিযুক্তের নাম গোপেশ শর্মা।
পুলিশের জাজ্ঞাসাবাদে গোপেশ জানান, তিনি এমন কাণ্ড আগেও করেছেন। কেবল মন্দিরে ঢুকে অর্থ আর অন্যান্য সম্পদ চুরি করাই তাঁর কাজ। প্রথমে এমন একটা মন্দির খুঁজে বের করেন, যেখানে অনায়াসে চুরি করা যাবে। তারপর ওঁত পেতে থাকেন, কখন বেরিয়ে যাবেন পুরোহিত। সবদিক খেয়াল রেখে মন্দিরে ঢোকেন।
এদিকে এ ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। তদন্তের স্বার্থে গোপেশের আগের চুরির ঘটনার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।