এবার গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ AM

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই হামলায় তারা বর্বরতার চরম সীমাও পার করে ফেলেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির কোন জায়গা বাদ রাখেনি হামলা চালাতে। এবার ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালালো ইহুদিবাদী বাহিনী। ইসরায়েলি বাহিনীর গোলা হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফারের খবর- গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময়েই এই হামলা হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

উল্লেখ্য, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৯২ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৯ হাজার ৮৭৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।