এবার লোহিত সাগরে মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথিরা
ইয়েমেনের উপকূলে ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বেশ কয়েক মাস থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের কাছে দ্বিতীয়বারের মতো এমকিউ–৯ ড্রোন বিধ্বস্ত করল হুতিরা। গত বছরে হুতিরা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।
এদিকে একই দিন এডেন উপসাগরে দুটি আমেরিকান জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। বেশ কয়েক মাস থেকে হুতিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘১৯ ফেব্রুয়ারি লোহিত সাগরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে একটি আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।’
সিং বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একটি হুতি সারফেস টু এয়ার মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়েছে।’