দিনে-দুপুরে জনসম্মুখে দ.কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ AM

দক্ষিণ কোরিয়ায় দিনে-দুপুরেই লোকজনের সামনে দেশটির বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ংকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরা ও ইয়োনহোপ নিউজ এজেন্সির।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়ার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার প্রায় ২০ মিনিটের মধ্যেই লিকে হাসপাতালে ভর্তি করা হয়। ইয়োনহোপ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় লির জ্ঞান ছিল।

লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের কাছে হেরে যান তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

লি একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তরুণ বয়সে কারখানায় কাজ করতেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে আইনপেশায় যুক্ত ছিলেন। পরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সেওংনামের মেয়র হন। এরপর গিয়াংগি প্রদেশের রাজ্য প্রধান হন।