হামাসকে ধ্বংস করতে সুড়ঙ্গে পানি ঢালছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ PM

ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে  এসেছে। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েকসপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে। 

ওয়াল স্ট্রিট জার্নাল এবং এবিসি নিউজ বেনামী মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, হামাস যোদ্ধাদের ধ্বংস করার সুড়ঙ্গে পানি দেওয়া শুরু হয়েছে এবং প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ সময় নিতে পারে।

সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। 

ইসরায়েলের সেনাবাহিনী বলছে এ পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুড়ঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খোলেননি।

অন্যদিকে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে। তারা বলেন, সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানির সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। 

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের টেমের কারমাউত বলেছেন, সামুদ্রিক জলে হামাসের দ্বারা ব্যবহৃত টানেলের নেটওয়ার্ক প্লাবিত করলে পরিবেশ এবং ছিটমহলের জলের উপর "বিধ্বংসী পরিণতি" হবে।