৫৮ পাকিস্তানি সেনা নিহত, দাবি আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৪:১১ PM

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর তীব্র সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। আফগান বাহিনী দাবি করেছে, এই সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে এবং ২৫টি সেনা পোস্ট তারা নিয়ন্ত্রণে নিয়েছে। খবর—আল জাজিরা।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ২৫টি পোস্ট দখল করেছে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, আমাদের সশস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় ও সহায়তা দেওয়া নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দুদেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করছে, ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।