৭.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশ, সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৯:২২ AM

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬ ও ৭ দশমিক ২। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (PHIVOLCS)।

তাৎক্ষণিক বার্তায় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের উপকূলীয় কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি সতর্ক করা হয়েছে প্রতিবেশী ইন্দোনেশিয়া এবং পালাউকেও—এই দেশগুলোতেও ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

স্থানীয় সময় ভূমিকম্পের পর থেকেই উপকূলীয় এলাকায় মানুষকে সরে যেতে বলা হয়েছে এবং জরুরি সতর্কতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাও এর মানায় শহরে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২  মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।