১০ দিনে ইউরোপে ৩০০ জনের মৃত্যু

মাত্র ১০ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপের ১২ শহরে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০০ জন মানুষ—বুধবার (৯ জুলাই) প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন, এই মৃত্যুর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জন সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তাপপ্রবাহের কারণে মারা গেছেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গবেষণা পরিচালনা করেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একদল বিজ্ঞানী।
গবেষকদের মতে, চলতি বছরের ২৩ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে ইউরোপের ১২টি শহরে তাপপ্রবাহের কারণে ২ হাজার ৩০০ জন মানুষ মারা গেছেন। ওই সময় ইউরোপের পশ্চিমাঞ্চলের শহরগুলোতে অতিপ্রচণ্ড তাপমাত্রা দেখা যায়। স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে শুরু হয় ভয়াবহ দাবানল।
গবেষক দলের সদস্য ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষক ড. বেন ক্লার্ক বলছেন, "এবার যেমন গরম অনুভূত হওয়ার কথা, জলবায়ু পরিবর্তনের কারণে তা আরও বেশি পরিমাণে অনুভূত হয়েছে। এ কারণে তাপপ্রবাহ আরও ভয়াবহ আকার ধারণ করেছে।"
গবেষণায় ইউরোপের ১২টি শহরকে নির্বাচন করা হয়, যার মধ্যে ছিল স্পেনের বার্সেলোনা, ইতালির মিলান ও যুক্তরাজ্যের লন্ডন। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
তাদের মতে, এবারের গরমে যেসব মানুষ মারা গেছেন, তাদের প্রকৃত সংখ্যা কোনো দেশই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। অনেক মৃত্যুই রয়েছে যেগুলো প্রথমে তাপপ্রবাহজনিত বলে মনে না হলেও প্রকৃতপক্ষে তা এ কারণেই ঘটে থাকতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গবেষকরা একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে তাদের বিশ্লেষণ চালিয়েছেন।
আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের জুন ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গরমের মাস। আগের দুই বছরে জুন মাসে আরও বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তবে ইউরোপের পশ্চিমাঞ্চলের জন্য এবারের জুন ছিল সবচেয়ে উষ্ণ। অনেক অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও গরমের অনুভূতি ছিল অত্যন্ত তীব্র।
কোপার্নিকাসের জলবায়ু বিষয়ক গবেষক সামান্থা বার্গেস বলেন, "এটা বিশ্বের কাছে সতর্কবার্তা যে, এখন থেকে তাপপ্রবাহ একটা নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে যাবে। এ ছাড়া এই তাপপ্রবাহ আরও বেশি ইউরোপীয়দের জীবনে প্রভাব ফেলবে।"
ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্যবিষয়ক সংস্থার তথ্যের ভিত্তিতে গবেষকেরা জানিয়েছেন, ২০২২ সালে তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপজুড়ে ৬১ হাজার মানুষের মৃত্যু হয়েছে