ইলন মাস্কের নতুন দলে কেমন আগ্রাহ?
-1071032.jpg?v=1.1)
টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর মাত্র একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের একাধিক প্রভাবশালী ব্যক্তি ও ধনকুবের এই উদ্যোগে সমর্থন জানাতে আগ্রহ দেখিয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, "এই দল হবে ‘দুই প্রধান দলের বাইরে স্বাধীন একটি প্ল্যাটফর্ম’।"
পোস্টটির প্রতিক্রিয়ায় মার্কিন কোটিপতি মার্ক কিউবান ও সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা অ্যান্থনি স্কারামুচি ইতিবাচক সাড়া দেন এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
উল্লিখিত পোস্টে মাস্কের ঘোষণাকে ইমোজি দিয়ে স্বাগত জানান মার্ক কিউবান। পাশাপাশি তিনি জানান, তিনি ‘সেন্টার ফর কম্পেটিটিভ ডেমোক্রেসি’র সঙ্গে কাজ করেন এবং দলটি যেন নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্য প্রার্থিতা অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারেন।
অন্যদিকে এক্সে দেওয়া এক পোস্টে স্কারামুচি লিখেছেন, তিনি মাস্কের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী।
উল্লেখ্য, অ্যান্থনি স্কারামুচি ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে বরখাস্ত হন। এরপর তিনি ট্রাম্পবিরোধী অবস্থান গ্রহণ করেন এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দেন।
অন্যদিকে, মার্ক কিউবানও এর আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এমনকি তাঁকে সহপ্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে।
ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক আরও শীতল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মাস্ক তাঁর এক্স পোস্টে জানান, প্রথম ধাপে আমেরিকা পার্টির লক্ষ্য হচ্ছে ‘দুই থেকে তিনটি সিনেট আসন ও ৮ থেকে ১০টি হাউস আসন দখল করা।’
তবে ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের আনুষ্ঠানিক আবেদন ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কমিশনের সর্বশেষ নথিপত্রে ‘আমেরিকা পার্টি’ নামে একাধিক দলীয় নিবন্ধনের তথ্য পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিয়ে সংশয় রয়েছে।
এখন প্রশ্ন হলো, মাস্কের নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা বাস্তব রূপ নেবে এবং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পারবে।