আমিরাতের শারজাহতে ১৫ দিনে ১০৭ ভিক্ষুক আটক
রমজান মাস আসলেই ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। তাই পবিত্র রমজান মাস শুরুর পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভিক্ষা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রমজানের প্রথম ১৫ দিনে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে তারা। এই সময় তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম নিয়ে নেওয়া হয়। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
কর্মকর্তারা জানিয়েছেন, যে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ৮৭ জন পুরুষ। আর বাকি ২০ জন নারী।
শারজাহর স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, তাদের যে হটলাইন নম্বর আছে সেখানে অনেক মানুষ ভিক্ষুকদের ব্যাপারে তথ্য দিচ্ছে। আর এর মাধ্যমে ভিক্ষুকদের শনাক্তকরণ ও তাদের ধরা সহজ হয়েছে।
তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের সহায়তা নিবন্ধিত চ্যারিটি সংগঠনে দেন। এতে করে যারা সত্যিকার অর্থে অভাবে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন।
রমজান মাস আসলে আমিরাতে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এই সময়টায় মানুষ দান সদকা বাড়িয়ে দেন বলে এটির সুযোগ নেন অনেকে। তারা ভিক্ষুক সেজে অর্থ সহায়তা গ্রহণ করেন। তবে কেউ যেন এই সুযোগ ব্যবহার করতে না পারে সেজন্য সেখানে পুলিশের অভিযান জোরদার করা হয়।
সূত্র: খালিজ টাইমস