অস্কারে ক্রিস্টোফার নোলানের জয়জয়কার: সেরা অভিনেতা মার্ফি, সেরা অভিনেত্রী কে?
অবশেষে সব জল্পনা-কল্পনাকে সত্যি করে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর ৯৬তম অস্কারে সেরা সিনেমার পুরস্কার বাগিয়ে নিয়েছে 'ওপেনহাইমার'।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এই মর্যাদাকর পুরস্কারের আসর। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
এবারের অস্কারে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'-এর জয়জয়কার দেখা গেছে। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত এই সিনেমাটি বানিয়ে বাজিমাত করেছেন ক্রিস্টোফার নোলান।
সাতবার মনোনয়ন পাওয়ার পর অবশেষে অস্কার জুটল নন্দিত নির্মাতা তিনি ক্রিস্টোফার নোলানের ভাগ্যে। তার সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হয়, সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। 'ডানকার্ক', 'মেমেন্টো', 'ইনসেপশন', 'দ্য ডার্ক নাইট'-এর মতো নন্দিত সিনেমা নির্মাণ করেছেন তিনি। অস্কারের দাবিদারও ছিল এসব চলচ্চিত্র। কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল তার। অবশেষে সেরা পরিচালক বিভাগে মার্টিন স্করসেসে, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শেষ পর্যন্ত পুরস্কার জিতলেন নোলান।
শুধু সেরা সিনেমা পরিচালক নয়, সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতার পুরস্কারও গেছে 'ওপেনহাইমার' ছবির ঝুলিতে।
যদিও এমনটা আগে থেকেই ধারণা করছিলেন সিনেবোদ্ধারা। অবশেষে তাঁদের ধারণাই সত্যি হলো। এবারের অস্কারে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে এগিয়েছিল ওপেনহাইমার। সিনেমাটি নির্মিত হয়েছে মার্কিন পরমাণু বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবনী অবলম্বনে।
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ওপেনহাইমার অভিনেতা কিলিয়ান মার্ফি। এটিই তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জিতলেন।
এছাড়া ৯৬তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা ওয়াটসনের হাতে। 'পুওর থিংস' ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। এটি এমার দ্বিতীয় অস্কার।
একনজরে বিজয়ীদের তালিকা—
সেরা ছবি: ওপেনহাইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভার)
অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন
অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো
সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে)
সেরা ডকুমেন্টরি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপোল
সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ
বেস্ট অরিজিনাল স্কোর: ওপেনহাইমার
বেস্ট অরিজিনাল সং: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)
বেস্ট সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস
সেরা কস্টিউম: পুওর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গর্জিলা মাইনাস ওয়ান
সেরা ফিল্ম এডিটিং: ওপেনহাইমার
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি, এপি