দেশ ছাড়ছেন টাইটানিক নির্মাতা জেমস ক্যামেরন, নেপথ্যে ট্রাম্প!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০২:১৫ PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনেক তারকাই ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসলে অনেকে অভিনেতা আমেরিকা ত্যাগ করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া মেনে নিতে পারছেন না ‘টাইটানিক’, ‘অ্যাভাটর’ খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন। তাই ক্ষোভে-দুঃখে যুক্তরাষ্ট্র ছাড়ছেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই হলিউড পরিচালক।

নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে যা কিছু শালীন তার থেকে বিপরীতগামী হয়ে গেছে।

ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচন নিয়ে তিনি কী রকম আতঙ্কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি এটা ভয়ংকর। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যা কিছু শালীন তার উল্টোদিকে মোড় ঘুরছে। ঐতিহাসিক দিক থেকে যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে যে আদর্শের ওপর দাঁড়িয়ে আছে, তার পক্ষে না থাকাটাও মার্কিন নাগরিকরা মেনে নিতে পারেন না। এটা পুরোটাই ফাঁপা একটি নীতি।আমি মনে করি, ওরা যত দ্রুত সম্ভব ওদের লাভের জন্য দেশটাকেও ফাঁকা করে দেবে।

যুক্তরাষ্ট্র ও ট্রাম্প সম্পর্কে তার মন্তব্য, প্রতিদিন খবরের কাগজের প্রথম পাতায় আমি ট্রাম্পের মুখ দেখতে চাই না। এটা বিরক্তিকর হয়ে যাচ্ছে, কুৎসিত ব্যাপার। নিউজিল্যান্ডে এ রকমটা হয় না।খারাপ খবর ওরা অন্তত তৃতীয় পাতায় স্থান দেয়। আমি শুধু ওই লোকটার মুখ রোজ খবরের কাগজের প্রথম পাতায় দেখতে চাই না। এটাই অনিবার্য হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে। যেন মনে হচ্ছে চোখের সামনে সব সময় একটি গাড়ি দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, এমন কিছু দেখে চলেছি।

এর পর নিউজিল্যান্ডের প্রশংসায় ক্যামেরন বলেন, আমি কানাডায় বড় হয়েছি।কানাডার সঙ্গে নিউজিল্যান্ডের অনেক মিল রয়েছে। এখানে মানুষের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।