দগ্ধদের চিকিৎসায় ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:২১ PM

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় এসেছে। বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সাফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত এই দলটি দগ্ধদের চিকিৎসায় অংশ নিচ্ছেন।

বিমান দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন। একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাকের নেতৃত্বে সেখানকার একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।