মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৫:৪২ PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬৫ জন।

এরমধ্যে বিভিন্ন হাসপাতালের হিসাব অনুযায়ী:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১

সিএমএইচ, ঢাকা: আহত ২৮, নিহত ১৬

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই

উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১৩, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১

ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।