গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; শতাধিক নিহত

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ AM

ফুটবল নিয়ে ইতিহাসে ভয়াবহ সংঘর্ষের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এবার পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন'জেরেকোতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। গতকাল রবিবার (০১ ডিসেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। মর্গও ভরে গেছে।’  

সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

ভিডিওটিতে দেখা যায়, মাঠের বাইরে সংঘর্ষ চলছে। অনেক দেহ সেখান পড়েছিল। এদিকে সংঘর্ষের ঘটনার পর এন'জেরেকো থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সংঘর্ষ শুরু হয়। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি ২০২১ সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন।