স্কুলে ভর্তির লটারির ফল আজ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM

দেশের সকল সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ আজ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর ফল পাবেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঘরে বসেই তারা অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ রাজধানীর সেগুনবগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে।

মাউশি সূত্র জানায়, এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, একই নম্বরে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অনলাইনে দ্রুত ফলাফল জানতে ভর্তির ওয়েবসাইটেও ফল জানা যাবে।

মাউশি আরও জানিয়েছে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির হতে এবার সারা দেশে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। এই ১৮ দিনে ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন পড়ে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।