ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময় এবং পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন কার্যক্রম। 

এদিকে তবে গত বছরের তুলনায় আবেদন ফি ৫০ টাকা বেড়েছে। এ বছর ১০৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামের দাম বৃদ্ধি, পুরাতন জিনিস নষ্ট হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আবেদন ফি গত বছরই ১০ শতাংশ হারে বাড়ানোর কথা সিন্ডিকেটে পাস হয় কিন্তু সেটা গত বছর অপরিবর্তিত ছিল। এ বছর বিষয়টি আবার সিন্ডিকেটে উঠলে ৭০ টাকা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৫০ টাকা বাড়ানো হয়। 

তিনি বলেন, আমাদের অনেক পুরাতন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তাছাড়া কাগজসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা আবেদন ফি ৫০ টাকা বৃদ্ধি করেছি।

আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এরপর ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ১ মার্চ এবং ৯ মার্চ চারুকলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।