রিজার্ভে যুক্ত হলো ঋণের ১০৯ কোটি ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় ধাপের ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণের ৪০ কোটি (৪০০ বিলিয়ন) ডলার পেয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হলো ১০৮ কোটি ৯৮ লাখ ডলার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুই ঋণের অর্থ বুঝে পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীলরা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় এক্সটেনডেট ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) ও এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইইএফ) ব্যবস্থার অধীনে প্রথম পর্যালোচনা শেষে ঋণ ছাড়ের সিদ্ধান্ত হয়।
আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের (৪৭০ কোটি ডলার) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার বাংলাদেশ পেয়েছিলো এ বছরের ফেব্রুয়ারিতে। সেবারও অনুমোদনের তিন দিনের মধ্যে ছাড় হয় ওই অর্থ।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) শীর্ষক প্রকল্পে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।