হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি সংবাদ শিরোনামে রয়েছেন তার দ্বিতীয় বিয়ের পর। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করার পর ৭ জানুয়ারি তারা মালদ্বীপে হানিমুন করতে যান। নীল সাগরের পাড়ে কাটানো সেই সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তারা।

একটি ছোট ছুটির পর কাজে ফিরেছেন তাহসান। মালদ্বীপ থেকে ফিরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তাহসান তার ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। তিনি গত বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং পরদিন সকালে সেখানে তোলা কিছু ছবি প্রকাশ করেন। তিনি লিখেছেন, "গতকাল কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যা দেখেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।"

তাহসান তার পোস্টে আরও লেখেন, "অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে আমি ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছি। কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষরা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে নতুনভাবে জীবন শুরু করেছে, এবং বিভিন্ন মানবিক সংস্থা তাদের সহায়তা প্রদান করেছে। রোহিঙ্গা শরণার্থীরা বারবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, কিন্তু তাদের ধৈর্য এবং সহনশীলতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।"

এছাড়া, তাহসান ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। তিনি ২০১৯ সাল থেকে শরণার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন এবং ইউএনএইচসিআরের বিভিন্ন অনুষ্ঠানে সহায়তা করেছেন। তিনি বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত এবং বর্তমানে বিশ্বব্যাপী ৩২ জন শুভেচ্ছাদূতের একজন।