ফের বিয়ে করলেন তাহসান

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২১ AM

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবে হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিন রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ। তিনি জানান, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।

মনা আহমেদ আরও জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

তিনি বলেন, রোজার দাদী, চাচা-চাচি এবং অন্যান্য আত্মীয় স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। তবে কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হওয়ায় তিনি রোজার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।

জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন এবং কসমেটোলজি লাইসেন্স গ্রহণের পর নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান। সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?"

প্রসঙ্গত,  ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন।

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে এবার সেই সিঙ্গেল ফাদার জীবনের অবসান ঘটলো। নতুন করে পথচলা শুরু করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক।