নিজের বিয়ে নিয়ে যা বললেন পড়শী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ PM

এক রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিচিতি পান সাবরিনা পড়শী। তার ১৬ বছরের গানের ক্যারিয়ারে একে একে উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। বর্তমানে তিনি স্টেজ শো এবং নতুন গানের মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন। গানের পাশাপাশি, অভিনয়েও সময় দিচ্ছেন তিনি। এসবের মাঝেই পাওয়া গেছে নতুন একটি সুখবর—বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী।

পড়শী তার বিয়ের খবর নিশ্চিত করেছেন রবিবার (১২ জানুয়ারি) ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে। জানা গেছে, ২০২৪ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। প্রায় এক বছর পরে পড়শী বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। বিয়ের পর প্রথমবারের মতো দেশের একটি গণমাধ্যমে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নতুন জীবনে পা রেখে পড়শী বলেন, "আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। আমি চাই আমরা সারাজীবন একে অপরের সাথে থাকতে পারি, সুখে শান্তিতে।" 

পড়শী আরও বলেন, আমার কাছে যেটা মনে হয়, যা কিছু আল্লাহর হাতে তা আল্লাহর কাছেই ছেড়ে দেওয়া দরকার। এ নিয়ে মানুষ হিসেবে আমি বেশি কথা বলতে গেলে তা কেমন যেন হয়ে যায়। আমার কাছে মনে হয় এটা ঠিক না। এ কারণে আমি বলব আল্লাহ যেটা ভাগ্যে রেখেছিলেন সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা সুখী। আমরা একজন আরেকজনের সঙ্গে সুখী আছি।

তিনি বলেন, প্রতিটি মানুষেরই তো ব্যক্তিগত কিছু পরিকল্পনা থাকে। সেই প্ল্যান অনুযায়ী আমি চাচ্ছিলাম যে বিয়েটা তো জাস্ট নিকাহ পড়ানো, যা একদমই ব্যক্তিগত ব্যাপার; দুই পরিবারের ব্যাপার। আর আমরা তো তখনই জানাই যখন অনুষ্ঠান করবে সবাইকে দাওয়াত করি। আমাদের যেহেতু এখনো অনুষ্ঠান হয়নি, করার প্ল্যানে আছি আমরা। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যখন অনুষ্ঠান করব তখন ধীরে ধীরে ধাপে ধাপে সব করব। হ্যাঁ, এটা সত্য আমি মিডিয়াতে আছি। আমারও স্বপ্ন আছে। সেই জায়গা থেকে ওই ধাপে ধাপের জন্য সময় নিয়ে কাজ করছি। আমরা যখন অনুষ্ঠান করব তখন সবাইকে একটু একটু করে জানাব।

এদিকে, পড়শী সম্প্রতি ইমরানের সঙ্গে দ্বৈত গান ‘কথা একটাই’-এ শ্রোতাদের মুগ্ধ করেছেন। এছাড়াও তিনি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন এবং পবিত্র ঈদুল ফিতরে তার প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।