ব্লিঙ্কেনকে 'গণহত্যার সচিব বলে' অভিহিত করলো ফিলিস্তিনপন্থীরা
অ্যাটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যে অভূতপূর্ব অর্জনগুলো উপস্থাপন করছিলেন, তখন একদল বিক্ষোভকারীর প্রতিবাদে তার বক্তৃতা বিঘ্নিত করেছে।
এ সময় ব্লিংকেনের উদ্দেশ্যে বিক্ষোভকারীরা বলতে থাকেন, "আপনি চিরকাল 'গণহত্যার সচিব' হিসেবে পরিচিত হবেন; আপনার হাতে হাজার হাজার নিরীহ মানুষের রক্তের দাগ লেগে আছে।"
ব্লিঙ্কেন মানবাধিকার সংগঠনগুলোকে অগ্রাহ্য করে দাবি করেছেন যে, ইসরায়েল গাজায় মানবিক সাহায্য ব্লক করছে না।
তার বিভাগ গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে, যেটাকে জাতিসংঘ গণহত্যা বলে বর্ণনা করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। প্রায় এক বছর চার মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ৪৬ হাজার ৬০০ এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজার ৭০ শতাংশের অধিক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে গাজার ২২ লাখ অধিবাসী। আর ইসরায়েলের এসব আগ্রাসনে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।