চঞ্চল চৌধুরী

'সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হল?'

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১১:৪৩ AM

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন উত্তাল গোটা দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলেছেন। এ নিয়ে মন্তব্য করছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি।হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হল? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেত না?’

আরও বলেন, ‘যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি—তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হল, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।’

প্রসঙ্গত, সম্প্রতি নর্থ আমেরিকায় অনুষ্ঠিত বঙ্গ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের গিয়েছিলেন চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে ঢাকার সংগীতশিল্পী অদিতি মহসীন ও টলিউডের অনেকে এ সাংস্কৃতিক সম্মেলনে অংশ নিয়েছিলেন।