মনোনয়ন ফিরে পেয়ে মাহি

'বিশ্বাস করতে শুরু করেছি এই কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হবে'

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হন এই নায়িকা। এতেও বাধে বাগড়া। গত ৩ ডিসেম্বর (রবিবার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল করেন নায়িকা মাহি। এবার মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটাই নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল ফিরে পেয়ে সংবাদমাধ্যম মাহিয়া মাহি জানান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই তিনি জয়লাভ করতে চান।

নির্বাচনের মাঠে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। হারতে কেউ পছন্দ করি না, সেটা চাইও না। সবাই যার যার জায়গা ধরে রাখার চেষ্টা করবে। ওই এলাকার মানুষ আমাকে চায়, ইনশাআল্লাহ। বিপুল ভোটে তারা আমাকে বিজয়ী করবে। আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জয়লাভ করব, ইনশাল্লাহ্।

খুব টেনশনে ছিলাম উল্লেখ করে মাহি জানান, আমি ন্যায়বিচার পাব কি না, তা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম, আজকে সেটারই প্রতিদান পেয়েছি এবং এটাও বিশ্বাস করতে শুরু করেছি এই নির্বাচন কমিশনের আন্ডারে একটি সুসঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।