চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারত-বাংলাদেশ ম্যাচ আজ; সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ PM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশের লড়াই মাঠে গড়াবে আজ। সবশেষ বাংলাদেশ যেদিন বুকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাজ লাগিয়ে খেলতে নেমেছিল, সেদিন প্রতিপক্ষটা ভারতই ছিল। সেটা আবার বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যের দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। ৮ বছর বিরতির পর আরও একবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, তখনও প্রতিপক্ষ সেই ভারত। এবার দুই দলই মুখোমুখি হচ্ছে ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে। 

দুই দলের শক্তিমত্তায় বেশ অনেকটা পার্থক্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার দৌড়ে সবার আগে নাম নিশ্চিত করেছিল ভারত। আর সবার শেষে বাংলাদেশ। দুই দলের শক্তিমত্তার ব্যাপক পার্থক্যের পরেও চলছে উত্তেজনার রেশ। কারণটাও জানা, বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ ভারতের সঙ্গে লড়েছে চোখে চোখ রেখে।

২০১৬ এবং ২০১৮ এর এশিয়া কাপ ফাইনাল, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ কিংবা ২০১৯ বিশ্বকাপ, হেরে এলেও বাংলাদেশের লড়াই ছিল চোখে পড়ার মতোই। দলে একাধিক বড় নাম না থাকলেও অধিনাইয়ক নাজমুল হোসেন শান্ত তাই বেশ আশাবাদী নিজের দলকে নিয়ে। 

ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি দুরকম। সাম্প্রতিক সময়ে নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারত সাফল্য পেয়েছে তিন স্পিনার নিয়ে। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারা মেনে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে দেখতে পাওয়ার কথা ছিল। যদিও শেষ সময়ের খবর বলছে, ওয়াশিংটন সুন্দরের দলে থাকার সম্ভাবনা বেশি। বাদ যাবেন রবীন্দ্র জাদেজা। 

বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য ভরসার জায়গা পেস বিভাগ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানার আক্রমণে ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়গুলোতে পেস বিভাগে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে দুবাইয়ের কিছুটা ধীরগতির উইকেটে মুস্তাফিজুর রহমান হতে পারেন বাংলাদেশের এক্স-ফ্যাক্টর। পুরাতন বলে কিংবা ডেথ ওভারে ফিজের কার্যকরী স্লোয়ার এবং কাটার হতে পারে ভারতকে বাগে আনার বড় অস্ত্র।

ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হতে পারে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে। তার জায়গায় একাদশে দেখা মিলতে পারে জাকের আলি অনিকের। সেক্ষেত্রে চার নম্বর ব্যাটিং পজিশনে নামতে পারবেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি তিনি ওই পজিশনে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।