চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের মাশরাফির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ PM

পাকিস্তানে আজ পর্দা উঠছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। আগামীকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে নাজমুল হোসেন শান্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুকে শান্তদের অফিশিয়াল ফটোশেসনের একটি ছবি পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন। সাবেক অধিনায়ক দিয়েছেন সাহসী হওয়ার বিশেষ পরামর্শ। আধাঘণ্টার মধ্যে পোস্টটিতে ১৭ হাজার লাইক ও প্রায় দুইশটি শেয়ার হয়েছে। 

মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার  সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে আছেন শান্ত, তার ডেপুটির দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আট জাতির টুর্নামেন্টে ১৫ জনের স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 

ওপেনিংয়ে তানজিদ তামিম, সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক শান্তর পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়রা আছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা ওঠার পর দিন বাংলাদেশ শুরু করবে তাদের মিশন। দুবাইয়ে ভারতের মোকাবিলার করার পর পাকিস্তানে উড়ে যাবে শান্তরা। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।