চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় থাকবে ২২ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ PM

আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আর সাতটি আন্তর্জাতিক দলের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে পাঞ্জাব পুলিশ। জানানো হয়েছে টুর্নামেন্টের দুই ভেন্যু লাহোর ও রাওয়ালপিন্ডির নিরাপত্তায় ১২ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর উসমান আনোয়ার জানিয়েছেন, টুর্নামেন্টজুড়েই খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেবে পুলিশ। 

পাঞ্জাব পুলিশ, পাকিস্তান ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসক এবং নিরাপত্তা সংস্থা সবাই মিলে এক হয়ে নিরাপত্তার বিষয়ে কাজ করছে। বলা হচ্ছে ১৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৫৪ ডিএসপি, ১৩৫ ইন্সপেক্টর, ১২০০ সাবঅর্ডিনেট, ২২৯ নারী পুলিশ কর্মকর্তা ও ১০ হাজার ৫৫৬ কনস্টেবল দায়িত্বে থাকবে। 

এদের মধ্যে লাহোরেই থাকবেন ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৩৯ ডিএসপি, ৮৬ ইন্সপেক্টর, ৭০০ সাবঅর্ডিনেট, ১২৯ নারী পুলিশ কর্মকর্তা ও ৬ হাজার ৬৭৩ কনস্টেবল।

ওদিকে রাওয়ালপিন্ডিতে ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ১৫ ডিএসপি, ৪৯ ইন্সপেক্টর, ৫০০ সাবঅর্ডিনেট, ১০০ নারী পুলিশ কর্মকর্তা ও ৪ হাজার কনস্টেবল দায়িত্বে থাকবে।

ডক্টর আনোয়ার জানিয়েছেন খেলোয়াড়দের থাকার জায়গা, ভ্রমণ রুট, স্টেডিয়াম- সবকিছু তীক্ষ্ণ নজরদারির মধ্যে আছে এবং চিরুনি অভিযান চালানো হচ্ছে।

ম্যাচের সময় ট্র্যাফিক ব্যবস্থা যেন ভেঙ্গে না পড়ে সেজন্য বাড়তি ট্র্যাফিক কর্মকর্তা রাখা হবে এবং বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। পুলিশের জরুরি প্রতিক্রিয়া ইউনিট- ডলফিন স্কোয়াড এবং এলিট টিম সারাক্ষণ পেট্রোলে থাকবে। স্টেডিয়াম ও আশপাশের আকাশচুম্বী বিল্ডিংয়ের উপরে স্নাইপারও থাকবে।