তাসকিনের রাজশাহীকে হারিয়ে দুইয়ে চিটাগাং কিংস
আসরের মাঝপথে দুর্বার রাজশাহীর অধিনায়কত্বে আসেন তাসকিন আহমেদ, কিন্তু তার নেতৃত্বে অভিষেকটা হতাশাজনক হলো। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রাজশাহী মাত্র ৮৪ রানে অলআউট হয়ে চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরে যায়।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে, রাজশাহী যখন ব্যাট করতে নামে, তখন তারা ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়।
এই জয়ের ফলে চিটাগাং কিংস আবারও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তারা পেছনে ফেলেছে তামিম ইকবালের ফরচুন বরিশালকে।
১৯২ রানের লক্ষ্য তাড়াতে রাজশাহীর ব্যাটাররা একে একে ড্রেসিং রুমে ফিরে যান। মোহাম্মদ হারিস, জিসান আলম এবং ইয়াসির রাব্বি কোনোভাবেই নিজেদের দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত রাজশাহী থামে ৮৪ রানে। রায়ান বার্ল চোটের কারণে খেলতে না পারায়, মোহর বিদায় নিলেই রাজশাহীর ইনিংসের অবসান ঘটে।
এর আগে, চিটাগাংয়ের ইনিংসে ওপেন করতে নেমে উসমান ব্যর্থ হন। পাকিস্তানি ব্যাটার ফেরার পর চিটাগাংয়ের দায়িত্ব নেন নাঈম এবং গ্রাহাম ক্লার্ক। তাদের জুটি রান আউটে ভেঙে যায়, যেখানে ইংলিশ ব্যাটার ২৮ বলে ৪৫ রান করে আউট হন। কিছু পর নাঈম হাফ সেঞ্চুরি করেন ৩৬ বলে। তবে, পঞ্চাশ রানের মাইলফলক পার করার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি, তিনি আউট হন ৫৬ রানে। পরবর্তীতে মিঠুন ৩২ এবং হায়দার আলী ২৫ রান করে চিটাগাংকে ১৯১ রানের পুঁজি এনে দেন।