চিটাগংকে হারিয়ে রংপুরের টানা অষ্টম জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চলতি একাদশ আসরে রংপুর রাইডার্স যেন একটুও থামতে রাজি নয়। টানা জয় নিয়ে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ম্যাচে চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে নিজেদের খেলায় টানা আট ম্যাচে জয় নিশ্চিত করেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে রংপুর রাইডার্স ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন খুশদিল শাহ। এরপর চিটাগাং কিংস লক্ষ্য তাড়া করতে গিয়ে রংপুরের বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পারে, ফলে ৩৩ রানে ম্যাচটি জিতে নেয় রংপুর।
রংপুরের ইনিংসের শুরুটা ভালো হয়নি। তারা ৯ রানে ওপেনার তাওফিক খানকে হারায়। এরপর সাইফ হাসান (১৭) এবং স্টিভেন টেলর (৩৯) চেষ্টা করলেও, রংপুর বড় লক্ষ্য প্রতিষ্ঠা করতে হুমকির মুখে পড়ে। অধিনায়ক নুরুল হাসান সোহানও ৯ রান করে আউট হন। তবে খুশদিল শাহ একপ্রান্ত আগলে রেখে ২৮ বলে ৫৯ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। শেখ মেহেদী ১২ বলে ১৭ রান করে রংপুরকে একটি শক্ত পুঁজি দেয়। চিটাগাং কিংসের পক্ষে আলিস আল ইসলাম এবং ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে চিটাগাং কিংসের শুরুটা খারাপ ছিল। ওপেনার উসমান খান প্রথম বলেই আউট হয়ে যান। পারভেজ ইমন ১৪ বলে ২৬ রান এবং গ্রাহম ক্লার্ক ২০ বলে ২৩ রান করে কিছুটা সংগ্রাম করলেও, মোহাম্মদ মিঠুন ২ রানে ফিরে গেলে চট্টগ্রাম চাপে পড়ে। এরপর শামীম পাটোয়ারি ও নাইম ইসলামের মধ্যে ৫৩ রানের একটি জুটি গড়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা হলেও, নাইম ২৪ বলে ১৯ রান করে আউট হন। শামীম ৩১ রান করে বিদায় নিলে চট্টগ্রামের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
টেলএন্ডাররা আর কিছু করতে পারেনি, এবং চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ১৩১ রানে থামে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আকিফ জাবেদ, এবং খুশদিল শাহ ২ উইকেট নেন।