বিপিএলের ১৭তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্স ব্যাটিং করছিল। সিলেটের দেয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, মোহাম্মদ নাওয়াজ সাকিবের আগের ওভারে একটি ছক্কা ও দুটি চার মারেন। তবে পরবর্তী ওভারে সাকিব নাওয়াজকে সহজ ক্যাচের মাধ্যমে আউট করেন, ১৮ বলে ৩৩ রান করে যিনি খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন।
নাওয়াজ আউট হওয়ার পর সাকিব কিছুটা বেশি উত্তেজিত হয়ে ওঠেন এবং তাকে সোজা সাজঘরের দিকে ধাক্কা দেন। এই ঘটনায় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সিলেটের উইকেটরক্ষক জর্জ মানসি এসে তাদের আলাদা করার চেষ্টা করেন, পরে রনি তালুকদার নাওয়াজকে সেখান থেকে সরিয়ে নেন।
ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের পর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ রেফারি এহসানুল হক সিজান সাকিবকে ম্যাচ ফির ৫০% জরিমানা করেন এবং তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। তবে, নাওয়াজ কোনো শাস্তি পাননি।
তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার কারণে সাকিবকে আগামীদিনগুলোতে আরও সতর্ক থাকতে হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে যদি ৪টি ডিমেরিট পয়েন্ট হয়, তবে তিনি একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। 1টি ডিমেরিট পয়েন্ট পেলেও নিষেধাজ্ঞায় পড়তে হবে সাকিবকে।