বিপিএলে যোগ দিচ্ছেন শরফুদ্দৌলা সৈকত
চলতি বছরের শুরুতেই আলোচনায় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার সিরিজে যশস্বী জয়সওয়ালকে দুর্দান্ত জাজমেন্টে আউট দিয়ে ভারতে ব্যাপক সমালোচিত হলেও বিশ্বজুড়ে কুঁড়িয়েছেন সুনাম। প্রযুক্তিকে ভরসা না করে নিজের চোখের ওপর বিশ্বাস করে জয়সওয়ালকে আউট দিয়ে বড় বড় কিংবদন্তীর প্রশংসা পেয়েছেন তিনি। তার সিদ্ধান্ত সঠিক ছিলো বলে জানিয়েছেন তারা।
এবার শোনা গেলো চলমান বিপিএলে যোগ দিচ্ছেন বাংলাদেশি এই আম্পায়ার। আগামী ১০ জানুয়ারি তিনি বিপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র।
দেশে পৌছানোর পর বিশ্রাম শেষে ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এদিকে এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে রয়েছেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ার। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন ৫ জন।
এবারের আসরে উন্নতমানের ডিআরএস থাকলেও দেখা যায়নি স্পাইক্যামেরা, ব্যাগিক্যামেরা। তবে দর্শকদের জন্য ছিল নানা আয়োজন। বিপিএলের মাসকটসহ শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য রয়েছে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে রয়েছে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে রয়েছে ই–টিকিটের ব্যবস্থাও।