বিপিএলে দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে বাইক জেতার সুযোগ
৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এরই মধ্যে লিগে অংশ নেওয়া দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছেন। খেলা উপভোগ করার জন্য প্রস্তুত ক্রিকেটভক্তরা। দিনের শুরুতেই টিকিটের জন্য ভিড় করতে থাকেন তারা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন এবারের বিপিএলে দর্শকদের জন্যেও থাকছে ভিন্ন কিছু।
সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যে পানি পানের বুথ করার কথা আগেই শোনা গিয়েছিল। এবার দর্শকদের জন্য এলো আরো বড় চমক। চলমান বিপিএল আসরে প্রতি ম্যাচের ডে তে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লিগ পর্বের প্রতিটি ম্যাচডেতে সুযোগ থাকছে একজন করে দর্শকের রেভো ই-বাইক জেতার। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র্যাফেল ড্র এর মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান বিজয়ীকে।
প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হওয়া এই বিপিএলে খেলা মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।