বিপিএল
টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ঢাকা
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ১৮তম ম্যাচে অবশেষে জয়ের স্বাদ পেল শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। টানা ৬ ম্যাচে পরাজয়ের পর এই প্রথম জয় পেল তারা। দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে ঢাকা ক্যাপিটালস বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে।
আজ রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৮তম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে পরাজিত করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচে ঢাকা প্রথমে ব্যাট করে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে। বিপরীতে, রাজশাহী মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। এই ১৪৯ রানের জয় বিপিএল ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ জয় হিসেবে রেকর্ড হয়েছে।
রাজশাহীর ইনিংসের শুরুতেই উইকেট পতন হতে থাকে। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হন, এরপর একে একে আউট হন এনামুল হক বিজয়, সাব্বির হোসাইন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলি এবং অন্যান্যরা। সর্বোচ্চ ৪৭ রান করেন রায়ান বার্ল।
ঢাকা ক্যাপিটালসের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ ২টি করে উইকেট নেন, এছাড়া মোস্তাফিজুর রহমান একটি উইকেট পান।
ঢাকা ক্যাপিটালসের ওপেনিং জুটিতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম রেকর্ড গড়েন। টস হেরে ব্যাট করতে নেমে তারা রেকর্ড পরিমাণ রান সংগ্রহ করেন। তানজিদ তামিম ১০৮ রানের ইনিংস খেলেন এবং ৬২ বলে সেঞ্চুরি করেন। লিটন দাস ১২৫ রানে অপরাজিত থাকেন, ৫৫ বলে তার সেঞ্চুরি ছিল বিপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৯টি ছয়।
এটি ছিল বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরির প্রথম ঘটনা। লিটন ও তানজিদের জুটিতে ২৪১ রান আসে, যা ঢাকা ক্যাপিটালসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ হিসেবে রেকর্ড হয়। বিপিএলের আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল রংপুর রাইডার্সের ২৩৯ রান, যা তারা ২০১৯ সালে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে গড়েছিল।
এছাড়া, লিটন দাসের ৪৪ বলে সেঞ্চুরির রেকর্ড বিপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মধ্যে অন্যতম।