পরিচ্ছন্নতাকর্মীর পোশাক পরে রাস্তা ঝাড়ু দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০৯:৩২ AM

বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে শক্তিশালী ওপেনার ধরা হয় তামিম ইকবালকে। অনেকটা অভিমান করেই অবসর ঘোষণা করেছিলেন বাহাতি এই ওপেনার। মৃদুভাষী ও সোজাসাপটা হিসেবে পরিচিত জাতীয় দলের সাবেক অধিনায়ককে পরিচ্ছন্নতাকর্মীর পোশাকে দেখা মিললো। সিলেট নগরীতে ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সারথী হলেন তিনি।

গতকাল শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে তামিমকে নিয়ে রাজপথে নামেন সিসিক মেয়র। সিটি করপোরেশন ভবনের সামনে থেকে নাগরি চত্বর হয়ে ক্বিন ব্রিজ পর্যন্ত পচ্ছিন্নতা অভিযানে অংশ নেন তিনি।

এসময় তামিম ইকবাল বলেন, সারাদেশে সিলেটবাসীর আলাদা সুনাম আছে। আধ্যাত্মিক এই নগরী আগের চেয়ে বর্তমানে আরও বেশি পরিচ্ছন্ন। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। 

এসময় সিটি মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।