মহেশখালীতে ডাকাত বাহিনীর প্রধান গ্রেপ্তার
-1170255.jpg?v=1.1)
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। তাদের ধরতে দেশব্যাপী ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এবার কক্সবাজারের মহেশখালীতে রফিক বাহিনীর প্রধান রফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
গতকাল রবিবার (১৬ মার্চ) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক জানান, ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে রফিক ডাকাতকে ধরা হয়। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায় কেস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। কোস্টগার্ডও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ডাকাত রফিক গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলাবারু উদ্ধার করে কোস্টগার্ড।
গ্রেপ্তারের পর রফিককে মহেশখালী থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। ডাকাত রফিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রফিক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।