ইজতেমা
আখেরি মোনাজাত আজ; অপেক্ষায় লাখো মুসল্লি
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। তিন দিনের এই জমায়েতে অংশগ্রহণকারীরা ছাড়াও আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার রাত থেকেই ইজতেমা ময়দানে পৌঁছাচ্ছেন। আজ সকালেও মুসল্লিদের প্রবাহ অব্যাহত রয়েছে। তারা আখেরি মোনাজাতের জন্য অপেক্ষা করছেন।
ময়মনসিংহ থেকে আসা এক মুসল্লি বলেছেন, তিনি পরিবহন সংকট এড়াতে শনিবার রাতেই ময়দানে এসেছেন। রাতভর কামারপাড়া সড়কের ফুটপাতে অবস্থান নিয়ে ফজরের নামাজ আদায় করে হেদায়াতি বয়ান শুনছেন, এবং এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন।
টাঙ্গাইল থেকে আসা আরেকজন জানান, চার বন্ধু মোটরসাইকেলে করে রাত ২টায় বাড়ি থেকে রওনা দেন এবং ৪টার দিকে ময়দানে পৌঁছান। ফজরের নামাজ পড়ে এখন তারা আখেরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ময়দানে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আশপাশের মহাসড়ক এবং ফ্লাইওভারেও মুসল্লিরা অবস্থান নিয়েছেন।