আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত হয়েছে। আজ সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল ৩৭৪। দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, যেখানে স্কোর ছিল ২১৬। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ু মানের স্কোর ছিল ২১৫।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
রবিবার সকালে ঢাকায় ঘন কুয়াশা দেখা যায়, যার কারণে গাড়ি চালকদের চলাচলে বেশ সমস্যা হচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে থাকে।
গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয়স্থানে রয়েছে। এর ফলে সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে।