প্রথম ম্যাচেই দলকে জেতালেন বাংলাদেশি হামজা
হামজা চৌধুরী অনেক দিন ধরেই আলোচনায় ছিলেন এবং অবশেষে তার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে। প্রথম ম্যাচেই তার অসাধারণ পারফরম্যান্স শেফিল্ড ইউনাইটেডকে জয় এনে দিয়েছে। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। ডার্বি কাউন্টির মাঠে ১-০ গোলের জয়টি এসেছে ব্রেন্টন দিয়াজের একমাত্র গোলে, যা শেফিল্ড ইউনাইটেডকে পয়েন্ট তালিকার দুইয়ে নিয়ে এসেছে।
এই জায়গাটা ধরে রাখতে পারলেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসতে পারবে ব্লেডসরা।
এই ম্যাচে হামজা চৌধুরী আলো ছড়িয়েছেন বেশ। মিডফিল্ডার হিসেবে তার কাজ রক্ষণ সামলে আক্রমণে সহায়তা করা। হামজা সে অ্যাসাইনমেন্টটা ভালোভাবেই শেষ করেছেন।
৬১ বার বল ছুঁয়েছেন, ড্রিবল একটাতেও বল হারাননি, প্রতি পাঁচটা পাসের চারটাই হয়েছে সঠিক, লং বল বাড়িয়েছেন ৪টি। এদিকে রক্ষণেও বেশ সফল ছিলেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ৩ বার, পাস আটকেছেন ২ বার, মাঠের লড়াইয়ে জিতেছেন ৫ বার।
তার এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটাও তিনিই জিতেছেন। শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোটের আয়োজন করা হয়েছিল কে ম্যাচসেরা হবেন তা জানতে চেয়ে, ৭০ শতাংশেরও বেশি মানুষ ভোট দিয়েছেন তার পক্ষে।
তবে প্রথম ম্যাচ বলে হামজাকে একটু বুঝে শুনে খেলানোর কথা ভাবছিলেন কোচ ক্রিস ওয়াইল্ডার। তবে পারফর্ম্যান্স দিয়ে পুরো ম্যাচের সময়টাই আদায় করে নিয়েছেন হামজা। তিনি বলেন, ‘হামজা নিজের মতো করে খেলেছে। সে কোনো ফুটবলে ছিল না অনেক দিন ধরে, তবে মাঠে তার ছাপ পড়তে দেয়নি সে, বেশ ছন্দে ছিল। ভাবছিলাম তাকে ৭০ মিনিটের পর তুলে নেব কি না, তবে সে এমন পারফর্ম করেছে যে তাকে আর তোলাই গেল না।’