মেঘনায় ট্রলারের ধাক্কায় ডুবে গেল মাছ ধরার নৌকা
ভোলার মেঘনা নদীতে কুসুমকলি নামে একটি ফেরির ধাক্কায় ৪ মাঝিমাল্লাসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে।
এ ঘটনায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও মাছধরা ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ৪ মাঝিমাল্লা একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় লক্ষীপুরের মজুচৌধুরী ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কুসুমকলি ফেরিটি ঘাটে ভেড়ানোর আগেই ট্রলারটিকে ধাক্কা দেয়। ফলে ট্রলারটি ডুবে যায়। পরে ফেরির লোকজন দুই জেলেকে উদ্ধার করে, বাকি দুইজন সাঁতার কেটে তীরে উঠে আসেন।
বিআইডব্লিউটিসি ভোলা ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ জানান, কুসুমকলি ফেরিটি তীরে ভেড়ানোর সময় জেলেরা নদীতে জাল টানতে টানতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটির সঙ্গে ফেরির ধাক্কা খেয়ে ডুবে যায়। তবে ট্রলারটি এখনও উদ্ধার হয়নি এবং জেলেরা জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই সুস্থ আছেন।