হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার রাতারগাও দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ চলছে। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যুত দুটি বগি উদ্ধার হয়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাতারগাঁও এলাকার কাছাকাছি পৌঁাঁলে দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলমান রয়েছে। ট্রেনের বগি দুটি লাইনচ্যুত হওয়ার কারণে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এর আগে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এজন্য উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যদিও লাইনচ্যুত মালবাহী ট্রেনের দুটি বগি পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।