জামালপুরে চলন্ত ট্রেনের ৩ বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০৭ PM

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, 'যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া বলেন, 'সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে।'

'হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে,' বলেন তিনি।

এর আগে রাজধানীতে ৪টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও সারাদেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বিএনপি-জামাতের ডাকা অবরোধ-হরতালে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাংচুর করা হয়েছে আরও ২২৫টি যানবাহন।

এদিকে যানবাহনে অগ্নিকাণ্ড রোধে রাজধানীতে বাসে বসা পিছনের যাত্রীদের ছবি ও ভিডিও করে রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।