চাঁদপুরে পদ্মায় ধরা পড়ল দানবাকৃতির আইড় মাছ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ AM

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় পদ্মা নদীতে জেলের ডোম জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ।  

বুধবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় জেলে জিন্নাত আলী প্রধানিয়ার জালে মাছটি ধরা পড়ে। সঙ্গে সাড়ে ৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছও পেয়েছেন তিনি। 

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের মৎস্য আড়তদার বিল্লাল কাজী জানান, রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেন জিন্নাত। এ সময় তার বড় ফাঁসের কটসুতার তৈরি ডোম জালে ১২ কেজির আইড় মাছটি ধরা পড়ে।

এদিন সকালে মাছটি আড়তে নিয়ে এলে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।

উল্লেখ্য, ইলিশের ভরা মৌসুম এখন শেষ। বর্ষার পানি কমে যাওয়ায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় এই সময় নদীতে বড় বড় পাঙ্গাশ মাছের সঙ্গে বড় বড় আইড় মাছও ধরা পড়ছে।